| ০৪ মার্চ ২০২১ | ১০:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 100 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে একজন নারী কূটনীতিবিদকে প্রশ্ন-সাপেক্ষ নৈশ ভোজ নিয়ে পদত্যাগ করা নারী মুখপাত্রের উত্তরসূরি হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
মন্ত্রিসভার জনসংযোগ সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ প্রেস সচিব ওনো হিকারিকো’র নাম ঘোষণা করা হবে।
৫৫-বছর বয়সী ওনো ১৯৮৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি মন্ত্রিসভার উপ জনসংযোগ সচিবের দায়িত্ব পালন করেছেন এবং টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক কমিটিতে কাজ করেছেন।
২০১৭ সালে তাকে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানে জাপানের উপ মিশন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। সুগা দৃশ্যত আবারও একজন নারীকে তার জনসংযোগ সচিব নিয়োগের মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়ন এগিয়ে নেয়ার লক্ষ্য ধরে নিয়েছেন।
ওনোর পূর্বসূরি ইয়ামাদা মাকিকো ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে সোমবার পদত্যাগ করেছেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র সহ একটি উপগ্রহ সম্প্রচার কোম্পানির কর্মকর্তাদের আয়োজিত এক নৈশ ভোজে খুবই ব্যয়বহুল খাদ্যে তাকে আপ্যায়ন করা হয় বলে জানা যাওয়ার পর তার এই পদত্যাগের ঘোষণা আসে।
ইয়ামাদা সেই সময় যোগাযোগ মন্ত্রণালয়ে সম্প্রচার শিল্পের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিলেন।