| ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 103 বার
নাইজেরিয়ার সাবেক অর্থ মন্ত্রী গোজি ওকোনজো-ইওয়েআলা’কে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও’র প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার সদস্য দেশসমূহের এক বৈঠকে এই নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাটির প্রথম কোন নারী প্রধান এবং প্রথম কোন আফ্রিকীয় মহাপরিচালক।
ওকোনজো-ইওয়েআলা নাইজেরিয়া’র পররাষ্ট্র মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মূলত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিয়োগের ক্ষেত্রে তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের চাওয়াকে অগ্রাহ্য করার প্রেক্ষাপটে ওকোনজো-ইওয়েআলা এই নিয়োগ পেলেন।
ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার একজন প্রার্থীকে সমর্থন দিয়েছিল যিনি চলতি মাসের গোড়ার দিকে এই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
ওকোনজো-ইওয়েআলা মার্চ মাসের ১ তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করবেন বলে নির্ধারিত হয়ে আছে। এই পদটি গতবছরের আগস্ট মাস থেকে খালি রয়েছে।
ডব্লিউটিও’র আপিল আদালত বিচারকের অভাবে কাজ করতে পারছে না বিধায় সংস্থাটি আংশিকভাবে স্থবির হয়ে আছে। এছাড়া, এই সংস্থার সংস্কারের আহ্বানও জানানো হচ্ছে, যাতে এটি আরও ভালভাবে বাণিজ্যিক বিষয়াদি সামাল দিতে পারে।