| ১৮ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 153 বার
জাপানের নতুন প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে দায়িত্ব পালনের প্রথম পূর্ণাঙ্গ দিন শুরু করেছেন। তিনি বলেছেন তার মন্ত্রীসভা এখন কাজ শুরু করতে প্রস্তুত আছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে সুগা বলেছেন, “জাপানি জনগণের জন্য কঠোর পরিশ্রম করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা আমি করে যাব।”
বুধবার এক সংবাদ সম্মেলনে সুগা তার পূর্বসূরি আবে শিনযো’র সরকার যেসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল তা এগিয়ে নেয়ার ইচ্ছা পূণর্ব্যক্ত করেন। স্বাস্থ্যগত কারণে আবে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
সুগা আরও বলেছেন করোনাভাইরাসের বিস্তার প্রতিহত করে যাওয়ার সাথে সাথে অর্থনীতি পুনরুজ্জীবিত করে তোলার আশা তিনি করছেন।
অনলাইনের এই বিশ্বে সবকিছু আরও বেশি ডিজিটাল করে তোলার প্রয়োজনীয়তার উল্লেখ করে সুগা একই সঙ্গে করোনাভাইরাস-পরবর্তী সময়ের জন্য তার রূপকল্প উন্মোচন করেন।
এদিকে জাপানের পথেঘাটে নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
একজন পুরুষ বলেছেন তিনি মনে করেন আবে প্রশাসনের মতই স্থিতিশীল এই প্রশাসন হবে।
একজন মহিলা বলেছেন তিনি চাইছেন আরও বেশি নারী যেন মন্ত্রিসভায় স্থান পায়।
সুগা ইতিমধ্যে প্রধান বেশ কিছু রাজনৈতিক ও কূটনৈতিক কর্মসূচী নির্ধারণ করে নিয়েছেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংসদের এক বিশেষ অধিবেশনে নীতি সংক্রান্ত একটি ভাষণ তার দেয়ার কথা।
নভেম্বর মাসে সৌদি আরবে জি ২০ শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারিত আছে।
এদিকে আগামী বছর জুলাই মাসে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের জন্য দেশ প্রস্তুতি জোরদার করে নিচ্ছে।