| ২৫ সেপ্টেম্বর ২০২০ | ১:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 161 বার
জাপানের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি’র প্রধান আগামী বছর টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক নিরাপদে আয়োজন করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এবং আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বুধবার টেলিফোনে প্রায় ১৫ মিনিট ধরে কথা বলেন। গত সপ্তাহে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা ছিল তাদের প্রথম টেলিফোন সংলাপ।
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাশিমোতো সেইকোও আলোচনায় অংশ নেন। হাশিমোতো বলেছেন খুবই উষ্ণ ও ইতিবাচক আলোচনা তাদের মধ্যে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে করোনাভাইরাস সমস্যা সামাল দেয়া এবং আগামী বছর অলিম্পিকের সফল আয়োজনে সাধ্যমত সবকিছু করতে তারা সম্মত হয়েছেন।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ টোকিও অলিম্পিক এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে।