| ২১ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 79 বার
বিপুল সংখ্যক বিদেশি বাসিন্দা থাকা জাপানের পৌরসভাগুলো করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রসমূহে তাদের জন্য অনুবাদ সেবা প্রদানের পরিকল্পনা করছে।
টোকিও’র অদূরের কানাগাওয়া জেলার ইয়ামাতো শহরে ৮০’টিরও বেশি দেশ ও ভূখণ্ড থেকে আসা প্রায় ৭ হাজার ৩শ অধিবাসী রয়েছেন।
প্রবীণ নাগরিকদের টিকাদান কার্যক্রম শেষ হওয়ার পর, জুন মাসে শহরটির কর্তৃপক্ষ নিজেদের টিকাদান কেন্দ্রগুলোতে ২০টি ভাষায় এই সেবা দেয়া শুরুর পরিকল্পনা করছে। ভাষাগুলোর মধ্যে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ভিয়েতনামি এবং তাগালগ অন্তর্ভুক্ত আছে।
এই সেবা ব্যবহার করতে চাওয়া বিদেশীদের অগ্রিম রিজার্ভেশন করে নিতে হবে।
এর পাশের আয়াসে শহরে বিদেশি অধিবাসীরা মোট জনগোষ্ঠীর প্রায় ৫ শতাংশ, যা কানাগাওয়া জেলার সব শহরগুলোর মধ্যে সর্বোচ্চ।
নগর কর্মকর্তারা, টিকার টিকিট এবং এর সাথে দেয়া ব্যাখ্যাযুক্ত লিফলেটে সহজ জাপানি ভাষা ব্যবহারের পরিকল্পনা করছেন।
কর্মকর্তারা বলছেন, দোভাষীর মাধ্যমে দূরবর্তী স্থানে থাকা চিকিৎসকদের সাথে পরামর্শের জন্য বিদেশিদের সক্ষম করে তুলতে তারা টিকাদান কেন্দ্রগুলোতে ট্যাবলেট ব্যবহার করবেন।