বিদেশী শিক্ষানবিসদের জন্য বিধিনিষেধ শিথিল করতে পারে জাপানের শ্রম মন্ত্রণালয় | ০৩ মার্চ ২০১৯ | ১০:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 1385 বার
জাপানের শ্রম মন্ত্রণালয় বিদেশ থেকে আসা প্রযুক্তিগত বা প্রায়োগিক শিক্ষানবিসদের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে।
বর্তমান কর্মসূচি অনুযায়ী প্রতিটি বিদেশী শিক্ষানবিসদের জন্য একটি বিস্তৃত কাজের বিবরণ প্রণয়ন করতে হয়। তবে ছোট এবং মাঝারি আকৃতির প্রতিষ্ঠানগুলোকে প্রায়শ কর্মীদের নানা ধরণের কাজে নিযুক্ত করতে হয়।
অন্যদিকে, শীতকালে শিক্ষানবিস কর্মীদের কোন কাজ না থাকায় জাপানের কিছু অংশের কৃষকরাও কাজের বিবরণের ক্ষেত্রে আরও বেশি নমনীয়তার আহবান জানাচ্ছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা চলমান কর্মসূচির সংশোধন নিয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। কর্মকর্তারা প্রত্যাশা করছেন, আগামী মাসের শেষ নাগাদ তারা এ সংশ্লিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে পারবেন।