| ১০ সেপ্টেম্বর ২০২০ | ৭:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 214 বার
জাপানের চিকিৎসা বিশেষজ্ঞরা করোনাভাইরাসের বিকল্প কয়েকটি চিকিৎসার সুপারিশ করেছেন।
জাপানের ইন্টেনসিভ কেয়ার চিকিৎসা সমিতি এবং জাপানের সংকটজনক ব্যাধির চিকিৎসা সমিতি সারা বিশ্ব থেকে সংগ্রহ করা প্রতিবেদন বিশ্লেষণ করে প্রথম এরকম একটি নির্দেশিকা প্রণয়ন করেছে।
নির্দেশিকায় মাঝারি থেকে মারাত্মক উপসর্গ দেখা দেয়া রোগীদের জন্য স্টেরয়েড ডেক্সামেথাসোন ব্যবহারের সুপারিশ করা হলেও হালকা উপসর্গের বেলায় এটা ব্যবহার না করার জোরালো উপদেশ দেয়া হয়।
মাঝারি থেকে মারাত্মক উপসর্গের রোগীদের জন্য রেমডেসিভির ব্যবহারের সুপারিশ এতে খুব বেশি করা হয়নি।
রেমডেসিভির হচ্ছে করোনাভাইরাস রোগীদের জন্য জাপানের অনুমোদিত প্রথম ওষুধ। হাল্কা উপসর্গের বেলায় এর কার্যকারিতা প্রমাণিত না হওয়ায় সেরকম ক্ষেত্রে এটা ব্যবহারের সুপারিশ করা হয়নি।
দুই সংগঠন বলছে নিজেদের ইন্টারনেট ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করা হবে এবং নিয়মিতভাবে এটা হালনাগাদ করা হবে।