| ০৩ ডিসেম্বর ২০২০ | ১০:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 121 বার
দেশের খাদ্য শিল্পকে সুরক্ষিত করার চেষ্টায় জাপান বীজ ও চারাগাছ রপ্তানিকে কঠোর হাতে দমন করছে।
বুধবার জাপানের বিভিন্ন প্রকার গাছের সুরক্ষা এবং বীজ আইনটির সংশোধন, নিবন্ধনভুক্ত নতুন ধরনের শস্যের জন্য রপ্তানির গন্তব্যস্থল সহ জাপানে উৎপাদন এলাকাগুলো সীমিত করার অনুমতি দেবে উৎপাদনকারীদের।
বেআইনি ভাবে রপ্তানির চেষ্টা করা হলে অপরাধীকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেয়া হতে পারে অথবা ১ কোটি ইয়েন বা প্রায় ৯৬ হাজার ডলার জরিমানা করা হতে পারে।
আঙুর গাছের এক প্রকার উন্নত মানের চারাকে বলা হয়ে থাকে শাইন মাসকাট, যেগুলো আগে অনুমতি ছাড়াই চীন সহ অন্যান্য দেশে চালান করা হয়েছে।
জাপানের একটি জাতীয় গবেষণা ইনস্টিটিউট ঐ আঙুর উন্নয়নের পিছনে ১৮ বছর ব্যয় করেছিল।
জাপানের কৃষি মন্ত্রণালয় বলছে যে সংশোধিত আইনটি বীজ এবং চারাগাছের বিতরনের ওপর কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদকদের অধিকার এবং মুনাফা সুরক্ষিত করতে সহায়ক হবে।
সংশোধিত আইনটি আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে।