| ১২ জুলাই ২০২০ | ৮:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে 227 বার
করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত জাপানের মন্ত্রী বলেছেন, সংক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ শক্তিশালীকরণে তিনি কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাছে থাকা তাদের নিজস্ব উপাত্ত প্রদানের জন্য আহ্বান জানাবেন।
আজ এনএইচকে’র এক অনুষ্ঠানে নিশিমুরা ইয়াসুতোশি বলেন যে সংক্রমণের পথ সনাক্ত করতে না পারা ঘটনার সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় এক্ষেত্রে সরকারের আরও বেশি সজাগ থাকার প্রয়োজন আছে।
তিনি বলেন, রাকুতেন ও সফটব্যাঙ্ক’সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং ক্লিনিক দেশজুড়ে অ্যান্টিবডি টেস্ট পরিচালনা করছে। তিনি আরও বলেন, সংক্রমণের পরবর্তী ঢেউয়ের জন্য অপেক্ষাকৃত ভালভাবে প্রস্তুত হতে সংগৃহীত এই উপাত্ত সহায়ক হবে।