| ১২ মার্চ ২০১৯ | ১০:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 1388 বার
ইথিওপিয়ার বিমান দুর্ঘটনার পর বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো বোয়িং এর নতুন সিরিজের যাত্রীবাহী বিমান উড্ডয়ন বন্ধ রেখেছে।
গত রবিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ইথিওপিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি বিধ্বস্ত হয়। এতে অনেক বিদেশী নাগরিক’সহ বিমানে থাকা ১৫৭ জনের সবাই নিহত হয়েছেন।
ইথিওপিয়ার বিমান পরিচালনা কর্তৃপক্ষ বিমানের উপাত্ত এবং ককপিটের কথাবার্তার রেকর্ডিং থাকা ব্ল্যাক-বক্সটি উদ্ধার করেছে। তারা এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখছেন।
মাত্র কয়েক মাসের মধ্যেই ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের বিমানের এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
গত বছরের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় একই সিরিজের আরও একটি বিমান দুর্ঘটনায় পতিত হলে বিমানে থাকা ১৮৯ জনের সবাই নিহত হন।
এদিকে, চীনের বিমান পরিচালনা কর্তৃপক্ষ গতকাল সাময়িকভাবে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের সব বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে।
ইন্দোনেশিয়া, সিংগাপুর এবং অস্ট্রেলিয়া’সহ আরও ১০টি দেশের বিমান সংস্থাগুলো একই সিরিজের বিমানের উড্ডয়ন বন্ধ রেখেছে।