| ১০ জুলাই ২০২০ | ৫:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 280 বার
জাপানে সাম্প্রতিক মুষলধারার বর্ষণ প্রধানত কিউশু অঞ্চল সহ ২২টি জেলায় ৪,৭০০র বেশি বাড়িঘরের ক্ষতিসাধন করেছে।
অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে ব্যাপক বর্ষণ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত ৪,৭১১টি বাড়ির ক্ষতি হয়।
এজেন্সি বলছে ফুকুওকা, কুমামোতো ও অন্যান্য জেলায় ১,৬৫০টি বাড়িতে মেঝের উপরে পানি উঠে যায়।
এজেন্সির কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা বৃদ্ধি পেতে পারে।