| ০৪ নভেম্বর ২০২০ | ১০:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 124 বার
তুরস্ক ও গ্রীসের মধ্যবর্তী এজিয়ান সাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিনদিন পর এখনও পর্যন্ত দেশ দু’টিতে জরুরি অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ভূমিকম্পে অন্ততপক্ষে ১০০ ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
গত শুক্রবার ৭ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামি আঘাত হানে।
তুর্কি কর্তৃপক্ষ বলছে, সেদেশে অন্ততপক্ষে ৯৮ ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং ৯শ ৯৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, গ্রীস এই দুর্যোগে দু’ব্যক্তির মৃত্যু এবং ১৯ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
পশ্চিম তুরস্কের মারাত্মক ক্ষতিগ্রস্ত ইযমির প্রদেশে এমনকি গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও পাঁচটি স্থানে ধ্বসে যাওয়া ভবনের নিচে সম্ভাব্য বেঁচে থাকা ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো ধ্বসে পড়ার সম্ভাবনা থাকা দালানের কাঠামো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এদিকে, ৩ হাজারেরও বেশি অস্থায়ী তাঁবুতে এখন অনেক ব্যক্তি আশ্রয় নিয়েছেন।
ইযমিরের কৌঁসুলিরা ধ্বসে পড়ে কিছু ভবনের নির্মাণ এবং সেগুলোর অনুমোদনের সঙ্গে যুক্ত ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা ভূমিকম্প-রোধী মান বজায় রেখেছেন কিনা, সেবিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন কৌঁসুলিরা।