| ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 309 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে অভ্যন্তরীণ বিষয়ক এবং যোগাযোগ মন্ত্রীকে মোবাইল ফোনের বিল কমানোর নির্দেশ দিয়েছেন।
সুগা তাকেদা রিয়োতা’র সাথে প্রধানমন্ত্রীর দপ্তরে শুক্রবার বৈঠক করেন।
বৈঠকের পরে তাকেদা সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনের বিল কমানোর চেষ্টা চালানোর জন্য সুগা তার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন বিষয়টি জনগণের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাই যত দ্রুত সম্ভব এ ব্যাপারে একটি সমাধানে আসার জন্য তিনি তার সাধ্যমত চেষ্টা করবেন।
তাকেদা আরও বলেন, তিনি মনে করছেন না যে ১০% হ্রাস যথেষ্ট হবে।
তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশে বিভিন্ন নীতিমালার মাধ্যমে মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে একটি সুস্থ্য প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে এবং তিনি বলেন, জার্মানি ও ফ্রান্সে ফোনের বিল ৭০% কমানো হয়েছে। তিনি আরও বলেন, ফোনের বিল কমানো সম্ভব বলে তিনি মনে করছেন এবং তিনি চান মোবাইল ফোন ক্যারিয়ারগুলো এ ব্যাপারে চেষ্টা চালাক।
এ কথা বললেও, পাশাপাশি তাকেদা এও বলেন যে তিনি জানেন ক্যারিয়ার কোম্পানিগুলো যন্ত্রপাতিতে বিনিয়োগের মত পদক্ষেপ হাতে নিচ্ছে এবং তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা প্রয়োজন। এছাড়াও তিনি বলেন, কোন একটি সমাধানে আসার আগে তিনি ক্যারিয়ার এবং ভোক্তা উভয়ের সাথেই আলোচনা করবেন।