| ২৬ নভেম্বর ২০২০ | ১০:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 81 বার
অ্যালকোহল জাতীয় পানীয় যেসব পানাহারের জায়গায় বিক্রি করা হয়, আগামী শনিবার থেকে শুরু করে ২০ দিনের জন্য সেগুলো রাত দশটায় বন্ধ করে দেয়ার অনুরোধ টোকিও’র মেট্রোপলিটন সরকার জানাচ্ছে।
জাপানের রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণ আবারও বৃদ্ধি পেতে থাকার জবাবে মেট্রোপলিটন সরকার টোকিও’র ২৩টি ওয়ার্ড এবং তামা এলাকার শহরগুলোর বার, রেস্তোরাঁ ও কারাওকে পার্লারকে এই পদক্ষেপ কার্যকর করার অনুরোধ জানাচ্ছে। এই অনুরোধে সাড়া দিলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা প্রায় ৪,০০০ ডলার পাবেন।
টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং বাইরে যেতে হলে প্রতিরক্ষা পদক্ষেপ গ্রহণের অনুরোধ বসবাসকারীদের প্রতি করছেন।