| ০৪ আগস্ট ২০২০ | ৯:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 297 বার
জাপানের অন্যতম প্রধান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি শিওনোগি, করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার একটি নতুন পদ্ধতি বিক্রয়ের লক্ষ্যে সরকারের অনুমোদন পাওয়ার পরিকল্পনা করছে।
ওসাকা ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি, নিহোন বিশ্ববিদ্যালয় এবং টোকিও চিকিৎসা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকদের উদ্ভাবিত সাটিক নামের নতুন পরীক্ষা পদ্ধতিটি বাস্তবে ব্যবহারের লক্ষ্যে কাজ করে এসেছে।
সাটিক পদ্ধতিতে, নমুনা হিসেবে মুখের লালা গরম করে একটি রিএজেন্ট বা বিকারকের সঙ্গে মেশানো হয়। নমুনাগুলোতে ভাইরাসের উপস্থিতি থাকলে রং পরিবর্তন হবে।
এই পদ্ধতিতে মাত্র ৩০ মিনিটে ভাইরাস শনাক্ত করা সম্ভবপর হয়।
উল্লেখ্য, পিসিআর পরীক্ষা নামে অভিহিত প্রচলিত পরীক্ষায়, সংগৃহীত নমুনার ফলাফল পেতে প্রায় ৫ ঘণ্টার প্রয়োজন হয়।
শিওনোগি, সাটিক পরীক্ষা পদ্ধতির উৎপাদন ও বিক্রির অনুমোদন পেতে দ্রুত হলে চলতি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করবে বলে জানায়।
কোম্পানি, শীগ্রই অনুমোদন পাওয়া গেলে দ্রুত হলে চলতি শরতে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে এই পরীক্ষা পদ্ধতি পাওয়া যাবে বলে উল্লেখ করে।