| ১০ মার্চ ২০১৯ | ৫:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 347 বার
একজন উচ্চপদস্থ চীনা কর্মকর্তা বলেছেন যে, চীন এবং যুক্তরাষ্ট্র একে অন্যের পণ্যের উপর যে অতিরিক্ত ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে তা’ প্রত্যাহারের জন্য তাঁর দেশ আহ্বান জানাচ্ছে।
চীনের বাণিজ্য সচিব ওয়াং শৌ ওয়েন, আজ বেইজিংএ যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য আলোচনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
ওয়াং বলেন যে, এই অতিরিক্ত শুল্ক শুধুমাত্র চীন এবং যুক্তরাষ্ট্রই নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও ক্ষতিকর।
তিনি আরও বলেন যে, উভয় পক্ষ মতৈক্যে পৌঁছালে সব শুল্ক তুলে নেওয়া হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র মতৈক্য অর্জনের সময় সীমা বর্ধিত এবং চীনা আমদানির উপর পরিকল্পিত শুল্ক বৃদ্ধি স্থগিত করার পর, যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্য আলোচনা অব্যাহত রেখেছে।
ওয়াং বলেন যে, উভয়পক্ষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে এবং এক মতৈক্য অর্জনের লক্ষ্যে তারা দিবানিশি কাজ করে চলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মতৈক্য অর্জনের প্রচেষ্টায় তাঁর চীনা প্রতিপক্ষ শি জিনপিংএর সাথে বৈঠকে মিলিত হবেন বলে আভাষ দেন।
তবে মার্কিন এবং চীনা আলোচনাকারীদের মধ্যে, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে অগ্রাধিকার প্রদানের ব্যবস্থা চীন পুনর্বিবেচনা করে দেখুক বলে মার্কিন দাবীর বিষয়ে মতানৈক্য বিদ্যমান রয়েছে।