| ১৯ মার্চ ২০২০ | ১০:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 465 বার
সারাদেশে সভা-সমাবেশ এবং ওয়াজ-মাহফিল বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার।বৃহস্পতিবার বিকেলে মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স থেকে এ নির্দেশনা আসে।
সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
যেকোনো ভাবে এ নির্দেশনা অনুযায়ী সব জমায়েত বন্ধ রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।