| ২৮ এপ্রিল ২০১৯ | ৯:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 1385 বার
জাপান সরকার, চীন থেকে আগত পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১৮ সালে বিদেশী নাগরিকদের রেকর্ড সংখ্যক ভিসা প্রদান করেছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়, গতবছর বিভিন্ন দেশে অবস্থিত জাপানী দূতাবাস এবং কনস্যুলেটগুলো ৬৯ লাখ ৫০ হাজারের বেশী ভিসা প্রদান করে বলে জানায়। উল্লেখ্য, এ সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশী এবং রেকর্ড সর্বোচ্চ।
মোট সংখ্যার মধ্যে প্রায় ৭৮ শতাংশ ছিল চীনা পর্যটক এবং ভিসা প্রদানের সংখ্যা ছিল ৫৪ লাখ ৪০ হাজারের বেশী। ফিলিপাইনের নাগরিকদের প্রায় ৩ লাখ ৪৭ হাজার ৮শ, ভিয়েতনামের নাগরিকদের প্রায় ২ লাখ ৮৬ হাজার ৯শ এবং ইন্দোনেশীয় নাগরিকদের প্রায় ২ লাখ ৪২ হাজার ৮শ ভিসা প্রদান করা হয়।
চীনা নাগরিকদের ৪৮ লাখ ৮০ হাজারের বেশী পর্যটন ভিসা প্রদান করা হয়। এসংখ্যা বছর ওয়ারী হিসেবে প্রায় ২৪শতাংশ বৃদ্ধি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আগামী বছর অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়া অনুষ্ঠানের প্রাক্কালে ভিসা প্রদানের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারণা করছেন।