| ২৬ জানুয়ারি ২০২০ | ৩:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 626 বার
জাপানের গাড়ি নির্মাতা সুবারু বলছে, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎচালিত এবং হাইব্রিড গাড়ির বিক্রি নিজেদের বৈশ্বিক বিক্রির অন্ততপক্ষে ৪০ শতাংশ করার লক্ষ্য তারা ঠিক করে নিয়েছে। বিশ্ব জুড়ে সরকারগুলো পরিবেশ নীতিমালা আরও কঠোর করে নেয়ার প্রেক্ষাপটে এই লক্ষ্য নির্ধারণ করা হল।
সুবারুর এই লক্ষ্য ২০১৮ অর্থ বছরে এই ধরণের গাড়ি কোম্পানির মোট বিক্রির মাত্র ২ শতাংশের অধিক স্থান দখলের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ বৃদ্ধি।
এদিকে, অন্যান্য জাপানি নির্মাতারাও অপেক্ষাকৃত অধিক দূষণমুক্ত গাড়ি উন্নয়নে তাদের প্রচেষ্টা জোরদার করে নিচ্ছে।
টয়োটা বলছে, ২০২৫ সালে তাদের বৈশ্বিক গাড়ি বিক্রির অর্ধেক বিদ্যুৎচালিত মডেল করার পরিকল্পনা তারা করছে। আর এই সংখ্যা হবে ৫৫ লক্ষেরও বেশি।
এছাড়া, মাযদাও বলছে যে ২০৩০ সালের মধ্যে পুরোপুরি পেট্রোল-চালিত গাড়ির উৎপাদন বন্ধের পরিকল্পনা তারা করছে।