| ১৯ মার্চ ২০১৯ | ৯:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 1422 বার
জাপানে জমির গড় মূল্য পরপর চার বছর বৃদ্ধি পেয়েছে। ভূমি মন্ত্রণালয় আজ চলতি বছর পয়লা জানুয়ারি পর্যন্ত জাপানের ২৬ হাজার জায়গার উপর উপাত্ত প্রকাশ করেছে।
টোকিও, ওসাকা ও আশপাশের এলাকায় আবাসিক জমির মূল্য গড়ে এক শতাংশ বৃদ্ধি পায়। এই তিনটি মেট্রোপলিটন এলাকার বাইরে আবাসিক জমির মূল্যও গড়ে ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মধ্য জাপানের নাগানো জেলার একটি গ্রামে ২৪ বছরের মধ্যে প্রথমবারের মত আবাসিক জমির মূল্য বৃদ্ধি পাওয়া দেখা গেছে। সেই গ্রামটি স্কি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত।
স্থানীয় একটি ভূ-সম্পত্তি কোম্পানি বলছে, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য কয়েকটি দেশের বিত্তবান লোকজন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ছুটির সময়ে থাকার বাড়ি তৈরি করে নিতে জাপানের পল্লী অঞ্চলে জমি কেনার প্রতিযোগিতায় নেমেছেন।