| ২৪ জুলাই ২০২০ | ১০:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 245 বার
টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো বলছেন বৃহস্পতিবার জাপানের রাজধানীতে করোনাভাইরাসের ৩৬৬টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
এই সংখ্যা হচ্ছে জাপানের রাজধানীর জন্য রেকর্ড সর্বোচ্চ এবং টানা ১৫দিন ধরে ১০০’র মাত্রা ছাড়িয়ে যাওয়া।
রবিবার পর্যন্ত চারদিনের ছুটির সময়ে যতটা সম্ভব বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান কোইকে নগরবাসীদের প্রতি জানিয়েছেন।