| ০২ এপ্রিল ২০১৯ | ১১:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1416 বার
পশ্চিম জাপানের শিকোকু জেলার অধিবাসীরা দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকালীন পুণ্যার্থী মৌসুমের শুরু উদযাপন করেছেন। ৮৮টি মন্দিরের সংযোগ ঘটানো একটি পবিত্র সড়ক ধরে হাঁটার জন্য অনেক দর্শনার্থী বসন্তকালে শিকোকু দ্বীপ সফর করেন। আজ একটি নাগরিক গ্রুপ তোকুশিমা জেলার নারুতো শহরের রিউযেনজি মন্দির’সহ অন্যান্য স্থান সফর করা দর্শনার্থীদের স্থানীয় সুস্বাদু খাদ্য হিসেবে পরিচিত এক ধরণের ছোট ও সুগন্ধযুক্ত কমলালেবু পরিবেশন করেন। রিউযেনজি হল এই তীর্থযাত্রার প্রথম মন্দির। আরিদা সেত্তাই-কো নামে পরিচিত এই প্রথা ২শ বছর পুরনো। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে দর্শনার্থীদের মিষ্টি এবং কমলালেবু প্রদান করে এই গ্রুপ।
আগামী মঙ্গলবার পর্যন্ত আরিদা সেত্তাই-কো আয়োজনটি অব্যাহত থাকবে।